চান্দিনা উপজেলা সদরের রাজকালী বাড়িতে জগন্নাথ মন্দির ও রথের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ জুলাই) রথযাত্রা দিবসে নবনির্মিত মন্দির ও রথের উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।
জগন্নাথ ভক্ত বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র পাল নিজস্ব অর্থায়নে চান্দিনা রাজকালী বাড়িতে ওই মন্দিরটি নির্মাণ করে কমিটির হাতে হস্তান্তর করেন। উদ্বোধন শেষে তিনি সকলের আর্শিবাদ কামনা করেন।
এর আগে চান্দিনা রাজ কালী বাড়ি পরিচালনা পর্ষদ সভাপতি কালী ভূষণ বক্সী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সুনীল সাহা, চান্দিনা পূজা উদাপন পরিষদ সভাপতি দীপক কুমার আইচ, লক্ষণ চন্দ্র সাহা, বিনোদ বিহারী পাল, বাসব চক্রবর্তী, শ্রীনিবাস দেবনাথ, সত্য রঞ্জন সাহা, অধ্যাপক শ্রীধর বণিক প্রমুখ।
(নতুন কুমিল্লা/এইচএম/টিবি/১৪ জুলাই ২০১৮)