সৌদি আরবস্থ বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবারের উদ্যোগে ফ্রেন্ডস অব বাংলাদেশ মক্কা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে মক্কা নগরীর মালাক রোদা হোটেল অডিটরিয়ামে ফ্রেন্ডস অব বাংলাদেশ মক্কা মহানগর শাখার আয়োজনে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ শাখা সাধারণ সম্পাদক জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন মক্কা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন।
ফ্রেন্ডস অব বাংলাদেশ মক্কা মহানগর শাখার আহবায়ক হাজী কামাল খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. গোলাম কিবরিয়া ভূঁইয়া ও যুগ্ম আহবায়ক মজিবুল হক মজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলী ও ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বঙ্গবন্ধু পরিষদ মক্কা মহানগরের সভাপতি হাবিবুল্লা সওদাগর,
বঙ্গবন্ধু ফাউন্ডেশন মক্কা মহানগর শাখার সভাপতি ও বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হারুন খান, মক্কা মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শফিউল আলম মনির, ফ্রেন্ডস অব জেদ্দা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ভুঁইয়া টিপু, ফ্রেন্ডস অব বাংলাদেশ মক্কা মহানগর শাখার যুগ্ম আহবায়ক শফিকুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিষদের সহ সভাপতি জাকির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মনির হোসেন শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম, ফ্রেন্ডস অব বাংলাদেশ মক্কা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা এম কে হোসাইন রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
(নতুন কুমিল্লা/এনএম/এমকেএইচআর/১৪ জুলাই ২০১৮)