কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ভিক্টোরিয়া কলেজ ছাত্রী মাহমুদার মাগফেরাত কামনা

অর্থনীতি বিভাগের ১ম বর্ষের মেধাবী ছাত্রী মাহমুদা আক্তার মুন্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল মোনাজাতরত শিক্ষকবৃন্দ। ইনসেটে তার ফাইল ছবি।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অর্থনীতি বিভাগের ১ম বর্ষের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) মেধাবী ছাত্রী মাহমুদা আক্তার মুন্নার মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

রবিবার (১৫ জুলাই) সকাল ১১টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা এর নির্দেশনায় বিভাগের শিক্ষকদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন বলেন, মাহমুদা আক্তার মুন্নার মিত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা প্রাণচঞ্চল একটি মুখ হারালাম।সে অনেক ভালো মনের মেয়ে ছিলো।আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

বিভাগের সহকারি অধ্যাপক তোফায়েল আহমেদের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মো: আসফাক হোসেন, মো: আবদুল আজিজ, জহিরুল হক স্বপন, আবু সালেহ মো: তারিক মাহমুদ, সহকারী অধ্যাপক দিলারা বেগম, আহাম্মদ কাদের জামান, প্রভাষক নূর নবিন, ওমর ফারুক মজুমদার ছাড়াও বিভাগের সকল শিক্ষার্থীরা ।

উল্লেখ্য- মাহমুদা আক্তার মুন্নার ক্যান্টানম্যান্ট থানাস্থ আলেখারচড় এলাকার মাওলানা ফয়েজ আহমেদের বড় মেয়ে। সে গত শনিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

(নতুন কুমিল্লা/এমইউ/এমএইচ/১৫ জুলাই ২০১৮)

আরও পড়ুন