কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল ইসলাম হলের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের বিদায় ও নবীণদের বরণ অনুষ্ঠান শনিবার রাতে হলের নিজস্ব সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
হলের প্রভোস্ট মশিউর রহমান ভূইঁয়ার সভাপতিত্বে অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা, শিক্ষক পরিষদের সম্পাদক বিজয় কৃষ্ণ রায়, ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন হল প্রভোস্ট ও বর্তমানে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী, সাবেক হল প্রভোস্ট ও বর্তমানে শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান।
মাস্টার্সের শিক্ষার্থী আলামীন কাজী রিয়ান এবং চতুর্থ বর্ষের ছাত্র কিবরিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মিতা সফিনাজ, শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক নিলুফার সুলতানা,প্রাণি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহিউদ্দিন মোঃ শাহাজাহান,সহকারি হল প্রভোস্ট জীতেন্দ্রনাথ তরফদার, আবুল কালাম আজাদ ছাড়াও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
আলোচনা পর্বে বিদায়ী শিক্ষার্থীরা নিজেদের হল জীবনের স্মৃতিচারণের পাশাপাশি কলেজ অধ্যক্ষ মহোদয়ের নিকট হলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এর স্থায়ী সমাধান চাইলে কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা এ ব্যাপারে দ্রুত সমাধানের প্রদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
আলোচনা পর্ব শেষে হলের শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(নতুন কুমিল্লা/কেএম/এমএইচ/১৬ জুলাই ২০১৮)