“যুক্তির শব্দ গাঁথুনিতে কম্পিত হউক বিশ্ব বিবেক” এই শ্লোগানে গত ২৫ এপ্রিল ১২টি দলের ৪৮জন বিতার্কিক নিয়ে শুরু হয়েছিলো অন্তঃভিসিডিএস বিতর্ক প্রতিযোগিতা ২০১৮। যার লক্ষ্য ছিলো এক ঝাঁক মেধাবী বিতার্কিক তৈরী করা। কারণ আগামীর আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি ক্ষেত্রে বিতার্কিকদের বিকল্প নেই।
রবিবার (১৬ জুলাই) কলেজের উচ্চ মাধ্যমিক শাখা অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে পক্ষ দল স্বপ্নজাল বিজয় লাভ করে। পাশাপাশি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ভিসিডিএস নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়ছে ।
কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লার জেলার পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন (বিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর বিজয় কৃষ্ণ রায়, ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ এর মডারেটর ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মেহেদী হাসান।
উপস্থিত ছিলেন ভিসিডিএস এর এডিশনাল মডারেটর ও সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তপন ভট্টাচার্য, শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক নিলুফার সুলতানা, বদরুন নাহার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ভূঁইয়া, ভিসিডিএস এর এডিশনাল মডারেটর মেহেরুন্নেছা, তানিয়া পারভীন, কোতওয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আবু সালাম মিয়া (বিপিএম), ভিসিডিএস এর প্রাক্তণ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, তানজিত ইসলাম (হিমেল),
বর্তমান সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম, প্রেসিডিয়াম সদস্য শাহ পরান গাজী সহ কার্যনির্বাহী ও নিয়মিত সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লার পুলিশ সুপার শাহ মো: আবিদ হোসেন বলেন- সে শিক্ষা শিক্ষা নয়, যে শিক্ষা তার ব্যবহারকে পরিমার্জিত করতে পারেনা, আর ব্যবহারকে পরিমার্জন করতে বিতর্কের বিকল্প নেই। সবশেষে সভাপতি মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
(নতুন কুমিল্লা/এমইইউ/এমএইচ/১৬ জুলাই ২০১৮)