চৌদ্দগ্রামে আইসিএল গ্রুপের গ্রাহকের টাকা ফেরত এবং এমডি শফিকুর রহমানকে গ্রেফতারের দাবিতে সমাবেশ করেছে ভুক্তভোগী গ্রাহকরা। এ সময় উপজেলার শুভপুর ইউপির সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আলমগীর কবির মজুমদার চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা।
সোমবার বিকেলে উপজেলার কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে হাজারও গ্রাহক উপস্থিত হয়ে এ সমাবেশ সফল করেন।
সমাবেশে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আলমগীর কবির মজুমদার। মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজী আবদুর রহিম, মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, জসিম মুহুরী, আলী হোসেন মাষ্টার, দেলোয়ার হোসেন মজুমদার, বিল্লাল হোসেন স্বপন। নজরুল ইসলাম বাবরের পরিচালনায় সমাবেশে এলাকার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক চেয়ারম্যান আলমগীর কবির মজুমদার বলেন, শফিকুর রহমান আমার সাথে ব্যবসা ও রাজনীতি করতে এসে নানা দূর্নীতি ও অপকর্মে জড়িত হয়ে পড়ে। আমি তাকে অনেক বুঝিয়েও সংশোধন করতে পারেনি। সে আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামে একটি প্রতিষ্ঠান খুলে হাজার হাজার গ্রাহকদের টাকা আত্মসাত করে শত শত পরিবারকে নিঃস্ব করে দেয়। গ্রাহকদের আমানতের না দিয়ে সে আবার চৌদ্দগ্রামের জনপ্রতিনিধি হতে চায়।
আমি তাতে সমর্থন করিনি। আমি সকল আমানতকারীর টাকা ফেরতের জোরদাবি জানাচ্ছি। আমি তাঁর সকল অপকর্মের প্রতিবাদ করলে সে আমিসহ বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার শুরু করে। ইনশাআল্লাহ, চৌদ্দগ্রামবাসী তাঁর সকল ষড়যন্ত্র ও অপপ্রচার সফল হতে দিবে না।
(নতুন কুমিল্লা/এমইইউ/এইচএম/১৭ জুলাই, ২০১৮)