কুমিল্লা
রবিবার,৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোটে দলিল লেখক গিয়াস উদ্দিনের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত দলিল লেখক গিয়াস উদ্দিন। ছবি: নতুন কুমিল্লা

ঘুষ গ্রহণের অভিযোগে নাঙ্গলকোটে গিয়াস উদ্দিন নামে এক দলিল লেখককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আক্তারুজ্জামান। বুধবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা ভূমি অফিসে এই ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন মক্রবপুর ইউপির তুলাগাঁও গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

ভূমি অফিস সূত্র জানায়, তুলাগাঁও (বালিয়াপুর) গ্রামের রবিউল হকের ছেলে সৌদি আরব প্রবাসী নুরুল আেমের কাছ থেকে ৪৯ শতক জমি খারিজ করার নামে ১৮ মাস পূর্বে দলিল লেখক গিয়াস উদ্দিন ১৮ হাজার টাকা নেন। খারিজ হবে-হচ্ছে বলে প্রায় ১৮ মাস পার করে। কাজের কাজ কিছুই হয়না।

এতে প্রবাসী নুরুল আলমের প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হয়। এক পর্যায়ে তিনি মঙ্গলবার (১৭ জুলাই) উপজেলা নির্বাহি অফিসার দাউদ হোসেন চৌধুরীর নিকট লিখিত অভিযোগ দেন।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার উপজেলা সহকারি কমিশনার ভূমি আক্তারুজ্জামান এ ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত দলিল লেখক গিয়াস উদ্দিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

(নতুন কুমিল্লা/কেএম/এমডিএম/১৮ জুলাই ২০১৮)

আরও পড়ুন