কুমিল্লা
রবিবার,২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ৭ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোটে নির্যাতনে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু: সৎ মা আটক

নিহত মিলি আক্তারের ফাইল ছবি।

নাঙ্গলকোটে সৎ মায়ের নির্যাতনে মিলি আক্তার (৭) নামের এক শিশু মৃত্যু হয়েছে। উপজেলার হেসাখাল ইউপির আইনজিয়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মিলি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউপির নেওয়াজপুর গ্রামের কুয়েত প্রবাসীর মুসা মিয়ার মেয়ে। এ ঘটনায় বুধবার (১৮ জুলাই) সন্ধ্যায় নিহতের সৎ মা কামরুন নাহারকে আটক করে থানা পুলিশ।

নিহতের জেঠা হারুনুর রশিদ নতুন কুমিল্লাকে জানান, বুধবার ভোররাতে নিহতের দাদার আব্দুল মোনাফের মুঠো ফোনে নাঙ্গলকোট থেকে মেম্বার পরিচয়ে একটি ফোন আসে। তিনি বলেন আপনার নাতনি মিলি হাসপাতালে মারা গেছে। তার লাশ নিয়ে যান।

খবর পেয়ে স্বজনরা নাঙ্গলকোট এলে শিশুটির মরদেহ পরিবারকে হস্থান্তর করে সৎ মা কামরুন নাহার। বাড়িতে নিয়ে শিশুটির মরদেহ দাফনের জন্য গোসল করাতে গেলে তার শরীর ও গলায় বিভিন্ন আঘাতের চিহ্ন দেখা যায়। বিষয়টি ফেনী সদর থানায় জানানো হলে তাদের পরামর্শে নিহতের মরদেহ নাঙ্গলকোট থানায় নিয়ে আসি।

তিনি আরও জানান, মিলি ফেনী খাদিজাতুল ক্বোবরা মাদ্রাসায় আবাসিকে থেকে পড়া-লেখা করত। গত দুইমাস পূর্বে নিহতের পিতা মুছা মিয়া কুয়েত থেকে ছুটিতে বাড়ীতে আসলে সৎ মায়ের পরামর্শে মিলিকে লাকসামে একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে নতুন কুমিল্লাকে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (আগামীকাল) মরদেহ ময়না তদন্ততের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় সৎ মা কামরুন নাহারকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

(নতুন কুমিল্লা/জেপি/এমডিএম/১৮ জুলাই ২০১৮)

আরও পড়ুন