চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় রোকেয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় বুধবার (১৮ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম নূরীতলা গ্রামের মো. সুরুজ মিয়ার স্ত্রী।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এসআই) জীবন কৃষ্ণ হাজারী নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান রোকেয়া বেগমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ফাড়িতে নিয়ে আসে। পরে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে তিনি জানান।
(নতুন কুমিল্লা/এআই/টিবি/১৮ জুলাই ২০১৮)