কুমিল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সোয়ামন গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে তিন মাদক ব্যবসায়ীকে।
বুধবার (১৮ জলুই) দুপুরে জেলার বুড়িচং উপজেলার আজ্ঞাপুরে অভিযান চালিয়ে এসব গাঁজা ও মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটকরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার কোদালিয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে ইসহাক (৩২), শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার বালাকান্দি গ্রামের সিটু ঢালীর ছেলে দেলোয়ার হোসেন (৩৮) ও একই উপজেলার মৃত সিটু শেখের ছেলে আবদুল কাদের (৩১)।
জানা যায়, দুপুর দেড়টায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহ কামাল আকন্দ পিপিএম এর নেতৃত্বে একটি অভিযানিক দল জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের একটি বাগানের ভেতরে পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে তিনটি চটের বস্তায় রক্ষিত ৫০ কেজি গাঁজা উদ্ধার করে এবং তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহ কামাল আকন্দ নতুন কুমিল্লাকে বলেন, দুপুরে অভিযান চালিয়ে আটক তিন মাদক ব্যবসায়ীর হেফাতে থাকা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই নন্দন চন্দ্র সরকার বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
( নতুন কুমিল্লা/জেপি/১৮ জুলাই ২০১৮)