কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে যৌন হয়রানির দায়ে কলেজ ছাত্রের কারাদণ্ড

লাকসামে স্কুল ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে মাহবুবুল আলম হানিফ (১৯) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় ফয়সাল আহমেদ (১৫) নামে অপর এক যুবককে মুচলেকা নিয়ে ছাড়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রফিকুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মাহবুবুল আলম হানিফ লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অনার্স (ইংরেজি) ২য় বর্ষের ছাত্র এবং উপজেলার উত্তরদা ইউনিয়নের রামপুর গ্রামের মোসলেম খানের ছেলে।

লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির নতুন কুমিল্লাকে জানান, মাহবুবুল আলম হানিফ সহ আরো কয়েকজন বখাটে দীর্ঘদিন ধরে উত্তর হাইস্কুল এলাকায় স্কুলছাত্রীদের উত্যক্ত করে আসছে। এ অভিযোগে তাদের আটককরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রফিকুল হক এর আদালতে হাজির করা হলে মাহবুবুল আলম হানিফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ফয়সাল আহমেদ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে নিতি জানান।

(নতুন কুমিল্লা/জেপি/এমএকে/১৯ জুলাই ২০১৮)

আরও পড়ুন