চৌদ্দগ্রামে ট্রাক চাপায় মো. দুলাল মিয়া (৩৫) নামে এক রিকশা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো. দুলাল মিয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তদারপুর গ্রামের মৃত অাবদুর রবের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম গোমার বাড়ি এলকায় ভাড়া থাকতেন।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা সদরের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে ঢাকামুখী অজ্ঞাত একটি ট্রাক রিকশা চালক দুলাল মিয়াকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই তিনি মারা যান। খবর পেয়ে নিহতের মৃতদে থানায় নিয়ে যাওয়া হয় বলেন এসআই রেজাউল করিম জাননা।
(নতুন কুমিল্লা/জেপি/এমএসএ/১৯ জুলাই ২০১৮)
আরও পড়ুন…