একঝাঁক তরুণ ও মেধাবীদের নিয়ে কুমিল্লায় প্রতি মুহুর্তে ঘটে যাওয়া আপডেট খবর পাঠকদের জানাতে শীঘ্রই উদ্বোধনের অপেক্ষায় অনলাইন নিউজপোর্টাল নতুন কুমিল্লা ডটকম। আপনার স্বপ্ন পূরণে পাশে থাকবে নতুন কুমিল্লা। কঠোর পরিশ্রমী, নির্ভীক সাংবাদিক হিসেবে দেশ ও মানুষের সেবায় কাজ করতে চাইলে যোগ দিন আমাদের টিমে।
নিজস্ব প্রতিবেদক : ১০ জন
উপজেলা প্রতিনিধি : প্রত্যেক উপজেলায় এক জন করে।
ফটোসাংবাদিক : ৩ জন
অফিস সহকারি : ১ জন
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/ স্নাতক সমমান। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল : কুমিল্লা শহর ও নিজ উপজেলায়।
সাংবাদিকতায় অভিজ্ঞতা অর্জনের জন্য বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে কলা কৌশল শিখানো হবে।
আবেদন পাঠানোর শেষ তারিখ : ৩১ জুলাই ২০১৮ খ্রিষ্টব্দ
আগ্রহীরা পদের নাম উল্লেখ করে আবেদনপত্র ও সিভি পাঠান নিচের ই-মেইলে:
jobs.natuncomilla@gmail.com