কুমিল্লায় গলায় ফাঁস দিয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মনির হোসেন খান (৩৩) নামে এক কারারক্ষী আত্মহত্যা করেছে।
শুক্রবার (২০ জুলাই) বিকেলে মহানগরীর ছোটরা এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন খান বি-বাড়িয়া জেলার বাসিন্দা। তিনি নগরীর ছোটরা এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছিলেন।
সূত্র জানায়, মনির হোসেন তার স্ত্রী ফাতেমার সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে আত্মহত্যা করে। নিহত মনির হোসেন খানের স্ত্রী ফাতেমা কুমিল্লা ডিবি পুলিশে কর্মরত রয়েছেন।
এ বিষয়ে জানতে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিনের মুঠোফোনে কল দিলে তারা কল রিসিভ করেননি।
(নতুন কুমিল্লা/এআর/একে/২০ জুলাই ২০১৭)