চৌদ্দগ্রামে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে বিএনপি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর হোসেন বলাই, নুরুন্নবী পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এয়াছিন পাটোয়ারী, গাজী শহীদ, মোঃ হাসান,
সদস্য হারুন অর রশিদ মজুমদার, উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুল হক, সাধারন সম্পাদক ইমাম হোসেন মজুমদার রুবেল, উপজেলা যুবদল সভাপতি এম জাকারিয়া, সহ-সভাপতি গোলাম এছাক, রফিকুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদল সভাপতি গোলাম মোস্তফা অভি, উপজেলা কৃষকদলের সভাপকি হাসান শাহরিয়ার খাঁ,
উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ জোবায়ের, যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ মজুমদার, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, যুবদল নেতা এম এ খায়ের মজুমদার, বিল্লাল হোসেন, খালেদ সাইফুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, তৃণমূলের নেতৃবৃন্দ।
(নতুন কুমিল্লা/এমএসএ/২১ জুলাই ২০১৮)