কুমিল্লা
শুক্রবার,২ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১২ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বুড়িচংয়ে পায়ুপথে বিশেষ কায়দায় ১৪শ’ ইয়াবাসহ যুবক আটক

প্রতীকী ছবি

বুড়িচংয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ কায়দায় পায়ুপথে করে এসব ইয়াবা পাচার করছিল সে।

শনিবার (২১ জুলাই) সকালে কুমিল্লা-সিলেট আঞ্চিলিক মহাসড়কের দেবপুর এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল (২৮) নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বুড়িচং উপেজলাধীন দেবপুর ফাঁড়ির পুলিশ।

পুলিশ সূত্র জানায়, মাদক ও চোরাচালন বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে শনিবার সকালে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়।

এসময় এক যুবক বাস থেকে নেমে পায়ে হেঁটে চেকপোস্ট এলাকা অতিক্রমকালে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে এলোমেলো উত্তর দিতে থাকে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায়, পায়ুপথে বিশেষ কায়দায় পলিথিনে মুড়িয়ে ইয়াবা পাচার করছে।

আটক ইসমাইল কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাতঘরিয়া পাড়া (পশ্চিম), মধ্যম হৃীলা এলাকার আবু সুফিয়ানের ছেলে। সে কক্সবাজার জেলার টেকনাফ হতে কিশোরগঞ্জের ভৈরবে যাচ্ছিল।

দেবপুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহদাত হোসেন নতুন কুমিল্লাকে জানান, আটকের পর তাকে পুলিশ ফাঁড়িতে আনার পর সে পায়ুপথে রাখা সাদা রংয়ের পলিথিন বের করে। পলিথিন খুলে ভিতরে মোট ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুড়িচং থানায় একটি মামলা করা হয়েছে।

(নতুন কুমিল্লা/এমকে/কেএইচএম/২২ জুলাই ২০১৮)

আরও পড়ুন