বুড়িচংয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ কায়দায় পায়ুপথে করে এসব ইয়াবা পাচার করছিল সে।
শনিবার (২১ জুলাই) সকালে কুমিল্লা-সিলেট আঞ্চিলিক মহাসড়কের দেবপুর এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল (২৮) নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বুড়িচং উপেজলাধীন দেবপুর ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্র জানায়, মাদক ও চোরাচালন বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে শনিবার সকালে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়।
এসময় এক যুবক বাস থেকে নেমে পায়ে হেঁটে চেকপোস্ট এলাকা অতিক্রমকালে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে এলোমেলো উত্তর দিতে থাকে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায়, পায়ুপথে বিশেষ কায়দায় পলিথিনে মুড়িয়ে ইয়াবা পাচার করছে।
আটক ইসমাইল কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাতঘরিয়া পাড়া (পশ্চিম), মধ্যম হৃীলা এলাকার আবু সুফিয়ানের ছেলে। সে কক্সবাজার জেলার টেকনাফ হতে কিশোরগঞ্জের ভৈরবে যাচ্ছিল।
দেবপুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহদাত হোসেন নতুন কুমিল্লাকে জানান, আটকের পর তাকে পুলিশ ফাঁড়িতে আনার পর সে পায়ুপথে রাখা সাদা রংয়ের পলিথিন বের করে। পলিথিন খুলে ভিতরে মোট ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুড়িচং থানায় একটি মামলা করা হয়েছে।
(নতুন কুমিল্লা/এমকে/কেএইচএম/২২ জুলাই ২০১৮)