কুমিল্লা
শনিবার,৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুবিতে শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলার বিচার দাবী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ইকবাল খানের উপর হামলাকারীদের বিচারের দাবি করেছেন আহত শিক্ষার্থীর বাবা ও তার সহপাঠীরা। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর পৃথক দুটি স্মারক লিপিতে এ বিচারের দাবি জানানো হয়।

উপাচার্য বরাবর স্মারক লিপিতে ইকবাল খানের বাবা ও স্থানীয় কাউন্সিলর ফজল খান উল্লেখ করেন, “আমার ছেলে রাজনীতি ও কোন রূপ উচ্ছৃঙ্খলতার সাথে জড়িত নয়। তা সত্ত্বেও গত ১৯ জুলাই দুপুরে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের সালমান চৌধুরীর নেতৃত্বে এ.আই.এস বিভাগের ২০১৫-১৬ সেশনের দিপ্ত, ২০১৬-১৭ সেশনের মিরাজ ও হৃদয় এবং আই.সি.টি বিভাগের ২০১৬-১৭ সেশনের বুখারিসহ আরও অজ্ঞাত ১০-১৫ জন আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা করে।

অবিযোগ পত্রে আরও উল্লেখ করা হয় ঘটনাস্থলে উপস্থিত থাকা কুমিল্লা সদর দক্ষিন থানার এস আই সোহরাব আমাকে বলেন, ঢাকায় বিশ্বজিতের উপর যে ভাবে হামলা করা হয়েছিল ঠিক একই কায়দায় হত্যার উদ্দেশ্যে আমার ছেলের ওপর প্রাণঘাতী হামলা চলানো হয়।” এদিকে প্রক্টর বরাবর তার সহপাঠীদের দেয়া আবিযোগ পত্রে হামলার অভিযুক্তের স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়।

গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১১ তম ব্যাচের মাঈনুদ্দীন নামে এক শিক্ষার্থীর সাথে একই বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী সালমান চৌধুরীর কথাকাটাকাটি হয়। ঘটনার সমঝোতার জন্য মাঈনুদ্দিন তার বিভাগের সিনিয়র ইকবালের কাছে মিমাংসার জন্য বললে এতে সালমান আরো উত্তেজিত হয়ে সেখান

থেকে চলে গিয়ে হল থেকে ৮-১০ জন নিয়ে ইকবালকে ক্যাম্পাসের প্রধান ফটকে বেধড়ক মারধর করে। এতে ইকবাল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার বন্ধুরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে আসে। পরে ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। এ হামলাকারীদের অধীকাংশই ছাত্রলীগের পদধারী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমরা এটা গুরুত্বের সহকারে নিয়েছি। সত্য ঘটনা উদঘাটন করে দুষীদের যথাযথ বিচারের জন্য সুপারিশ করব।”

(নতুন কুমিল্লা/জেপি/এমআরএ/২২ জুলাই ২০১৮)

আরও পড়ুন