কুমিল্লা
রবিবার,২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

বুড়িচংয়ে অনিয়মের দায়ে ৪ ডায়গনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম পরিদর্শন করেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মুজিব রাহমান। ছবি:নতুন কুমিল্লা

বুড়িচং উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতালসহ বিভিন্ন ডায়গনস্টিক সেন্টার পরিদর্শন করেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মুজিব রাহমান। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি ডায়গনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, মেডিকেয়ার ডায়গনস্টিক সেন্টার, পপুলার ডায়গনস্টিক সেন্টার, আদম খাঁ ডায়গনস্টিক সেন্টার ও মর্ডান ডায়গনস্টিক সেন্টার।

সোমবার (২৩ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডাঃ মুজিব রাহমান হঠাৎ বুড়িচং উপজেলায় এ পরিদর্শনে জান।

এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মুজিব রাহমান নতুন কুমিল্লাকে জানান, ‘মেডিকেয়ার ডায়গনস্টিক সেন্টার, পপুলার ডায়গনস্টিক সেন্টার, আদম খাঁর ডায়গনস্টিক সেন্টার, মর্ডান ডায়গনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবারের মধ্যে তাঁদের চিঠি দেয়া হবে। নির্দেশ অমান্য করে কোন ডায়গনস্টিক সেন্টার যদি তাদের কার্যক্রম চালায় তবে তাদের স্থায়ী ভাবে সিলগালা করে দেয়া হবে।’ এছাড়া আগামী এক মাসের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম চালু করবেন বলে জানান তিনি।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মজিবুর রহমান, ডাঃ মোঃ মনিরুল ইসলাম, ডাঃ মোঃ মহিউদ্দিন, ডাঃ কাজী ফারজানা আবেদীনসহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(নতুন কুমিল্লা/জেপি/কেএমকেএ/২৩ জুলাই ২০১৮)

আরও পড়ুন