কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ব্রীজের জন্য অপেক্ষা !

লাকসামে বাঁশের সাঁকোতে ঝুঁকিপূর্ণ পারাপার

কালিয়াপুর-শ্রীয়াং সংযোগ কার্জন খালের উপর সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারপার হচ্ছে শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। ছবি: নতুন কুমিল্লা

লাকসামে একটি ব্রিজের অভাবে ভাগ্য পাল্টাচ্ছেনা ১০টি গ্রামের। সেখানে বসবাস প্রায় ২৫ হাজার মানুষের। ডাকাতিয়া নদী মোহনা কার্জন খালটির উপর নির্মিত প্রায় ২’শ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্কুল-কলেজ, মাদ্রাসার প্রায় ৫ শতাধিক কোমলমতি শিক্ষার্থীসহ লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ।

এলাকাবাসী জানা যায়, কালিয়াপুর বাজারের কাছে ডাকাতিয়া নদীর সাথে সংযোগ সেই বিখ্যাত কার্জন খালের উপর সেতু নির্মাণের দাবি প্রায় ৩২ বছর ধরে এ অঞ্চলের মানুষের। ১৯৯৬ সাল থেকে বাঁশের সাঁকো দিয়ে এ এলাকার হাজার হাজার মানুষ পারাপার হয়। প্রতি বছর বর্ষা মৌসুমে স্থানীয়দের সহায়তায় বাঁশ কিনে এনে সবাই মিলে সাঁকোটি মেরামত করে।

এলাকাবাসীর চাঁদায় নির্মিত বাশের সাঁকো দিয়ে ওই খাল পারাপার হয় পথচারীরা। প্রতিদিন এ পথে লাকসাম-মনোহরগঞ্জ দু’উপজেলার শ্রীয়াং, কেশতলা, শমসেরপুর, রাজাপুর, লাল চাঁদপুর, হাজীপুরা, চাটিতলা, ইসলামপুর, হামিরাবাগ, কালিয়াপুর গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। সাঁকোটির পাশেই কালিয়াপুর বাজার। সেখানে সপ্তাহে দু’দিন হাট বসে। এ দু’দিন দূর-দূরান্ত থেকে সবজি নিয়ে আসা কৃষকরা সাঁকো পার হতে ভোগান্তির শিকার হন। সঙ্গে গুনতে হয় অতিরিক্ত টাকা। সাঁকোটির পাশে কালিয়াপুর কামিল মাদ্রাসা। শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে কার্জন খালের এপার ওপার যেতে হয়।

আবুল কাশেম, আমেনা ও সাইফল সহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, তাদের দূঃখ দূর্দশার কথা। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় তাদের বই-খাতা ও কলম পানিতে পড়ে যায় এবং অনেকেই দূর্ঘটনার শিকার হতে হয়। যান চলাচলের ব্যবস্থা না থাকায় অসুস্থ্য মানুষকে জেলা-উপজেলা শহরে নিয়ে আসতে দূর্ভোগের শিকার হতে হয়।

কালিয়াপুর-শ্রীয়াং সংযোগ কার্জন খালের উপর সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারপার হচ্ছে শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। ছবি: নতুন কুমিল্লা

স্থানীয় বাসিন্দা ও সাবেক বিভাগীয় হিসাব রক্ষক পূর্ত কর্মকর্তা আবুল খায়ের নতুন কুমিল্লাকে বলেন, নির্বাচন এলেই এলাকার জনপ্রতিনিধিরা এখানে সেতু নির্মাণে প্রতিশ্রুতি দেন। ভোটে পাশ করার পর প্রতিনিধিগণের প্রতিশ্রুতির কথা মনে থাকে না। সেতু নির্মাণ করার জন্য বিভিন্ন দপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট মৌখিক-লিখিত ভাবে অবহিত করার পরও ৩২ বছরে কর্তৃপক্ষের টনক নড়েনি। ঝুঁকিপূর্ণ এ সাঁকোর কারণে শিক্ষার্থীদের নিয়ে প্রতিনিয়তই আমাদের দুশ্চিন্তায় থাকতে হয়। অচিরেই একটি ব্রিজ নির্মাণ করে কোমলমতি শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

স্থানীয় ওয়ার্ড মেম্বার সহিদ উল্লাহ চৌধুরী বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ব্রিজটি নির্মিত হলে একদিকে যেমন কোমলমতি শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে অন্যদিকে পাল্টে যাবে শ্রীয়াং দক্ষিণ বিলপাড়া, রাজাপুর, নোয়াপাড়া, জগৎপুর, উত্তর বড়কেশতলাসহ কয়েকটি গ্রামের কৃষকদের ভাগ্যে এবং এ অঞ্চলের মানুষের ব্যবসা-বাণিজ্যের প্রসার।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী গোলাম সওকাত নতুন কুমিল্লাকে বলেন, শুনেছি ওইস্থানে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে মানুষ ভোগান্তিতে পোহাচ্ছে। এলজিইডি আইডির্ভূক্ত রাস্তা না থাকায় সেখানে ব্রিজটি নির্মাণে বিলম্ব হচ্ছে। তবে রাস্তা-ব্রিজটি নির্মাণে প্রক্রিয়াধীন রয়েছে।

(নতুন কুমিল্লা/জেপি/এইচএম/২৪ জুলাই ২০১৮)

আরও পড়ুন