লাকসাম প্রেসক্লাবের উদ্যোগে শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুলাই) লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারাক উল্লাহ কায়েসের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, লাকসাম এপি ম্যানেজার পিন্টু এলবার্ট পিরিচ।
ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী, মোঃ আবুল কালাম, শহিদুল ইসলাম শাহিন, গোমতি শিশু ফোরামের সভাপতি ফাতেমা আক্তার প্রমুখ।
আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার যথাক্রমে-বিনয় গোমেজ, শিখা রোজারিও, মানিক লাল সরকার, সুব্রত মল্লিকসহ লাকসামে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
(নতুন কুমিল্লা/একে/এমএকে/২৫ জুলাই ২০১৮)