নাঙ্গলকোটে বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬) জুলাই) আদালতের মাধ্যমে দুই জনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন, উপজেলার বটতলি ইউপির জিনিয়ারা গ্রামের মৃত. ইদ্রীছ মিয়ার ছেলে মিজানুর রহমান ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল মালেক।
নাঙ্গলকোট থানা সহ-কারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহিম নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার ঢালুয়া ইউপির শিহর মাদ্রাসার সামনে থেকে মিজানুর রহমান ও আব্দুল মালেকে আটক করা হয়।এ সময় তাদের দেহ তল্লাশী করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।এ ঘটনায় তাদের দু’জনের নামে মাদ্রকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে এএসআই আব্দুর রহিম জানান।
(নতুন কুমিল্লা/এএস/এমডিএম/২৬ জুলাই ২০১৮)