বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭’ পেয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কৃতী সন্তান হুমায়ূন কবির।
বুধবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্বর্ণপদক পরিয়ে দেন তাকে। অনুষ্ঠানে হুমায়ূন কবিরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন কৃতি শিক্ষার্থীকে এ পদক দেওয়া হয়।
হুমায়ূন কবির উপজেলার মৌকরা ইউপির বড় ফতেপুর খোরশেদ আলম ছেলে। তার বাবা একজন কৃষক এবং মা আয়েশা বেগম গৃহিনী। ছয় ভাই-বোনের মধ্যে পঞ্চম সে। সে বড় ফতেপুর সরকারী প্রাথমিক শিক্ষা পাস করে উপজেলার তুলাতলি উচ্চ বিদ্যালয় ২০০৮ সালে এস এস সি পাস করে ঢাকা নটরডেম কলেজ থেকে ২০১০ সালে এইচ এস সি পাস করেন।
সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়ে এক বছর পড়েন। আশা ছিল ‘ল’ তে পড়ব, তাই পরে বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে “২০১১-২০১২ সেশনে আইন অনুষদের অধীনে “ডিপার্টমেন্ট অপল এ্যান্ড জাস্টিস” এ ভর্তি হয়ে স্নাতক (সম্মান) পরীক্ষায় সিজিপিএ-৪ এর মধ্যে সিজিপিএ ৩.৫৩ পেয়ে সর্ব্বোচ ফলাফল অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন। যা আইন অনুষদে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়ে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭’ লাভ করেন।
(নতুন কুমিল্লা/এএস/এমডিএম/২৬ জুলাই ২০১৮)