ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণে ট্রাকের সঙ্গে এ্যম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় চালকসহ দুই জন গুরুতর আহত হয়। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সাকাল সাড়ে ১১ টায় মহাসড়কের কুমিল্লা পল্লী বিদুৎ সমিতি ২ সংলগ্ন ইউ টানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে মহাসড়কের পল্লী বিদুৎ সমিতি ২ সংলগ্ন এলাকায় ইউটান এর সামেন দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে এ্যম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ্যম্বুলেন্সের চালকসহ দুই জন গুরুতর আহত হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করানো হয়।
(নতুন কুমিল্লা/এমএসএ/এইচএম/ ২৬ জুলাই ২০১৮)