কুমিল্লা
বৃহস্পতিবার,২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চান্দিনায় কাভার্ডভ্যান দোকানে ঢুকে ২ শ্রমিকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান দোকানে ঢুকে দুই শ্রমিক নিহত হয়েছে। শনিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় মহাসড়কের চান্দিনার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো সবুজ হোসেন (২০) ও মহসিন (২২)। তারা নাটোর জেলার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছে আরো দু’জন। তারা হলেন, সাফি (২৫) ও খালেক (৫০)। এরা সিলেট জেলার বাসিন্দা। তারা সকলেই আশা জুট মিলের শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাামুখী কাভার্ডভ্যানটি নূরীতলা আশা জুট মিলের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি চা দোকানে ঢুকে পরে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো দুই শ্রমিক। তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে নতুন কুমিল্লাকে বলেন, খবর পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে এবং আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(নতুন কুমিল্লা/টিআর/একে/২৮ জুলাই ২০১৮)

আরও পড়ুন