বুড়িচংয়ে ১৩০পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে দু’জনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন, উপজেলার বাকশিমুল মধ্যমপাড়া গ্রামের মোঃ জামালের ছেলে মোঃ আশরাফুল (১৯) ও একই গ্রামের মিয়া হাসানের ছেলে মোঃ শাহীন (২৫)।
বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) পুষ্প বরন চাকমা নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শক্রবার রাতে উপজেলার বাকশীমূল ইউনিয়নের আজ্ঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ও শাহীনকে আটক করা হয়।এসময় তাদের দেহ তল্লাশী করে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় দু’জনের বিরুদ্ধে শনিবার মাদকদ্রব্য আইনে একটি মামালা দায়ের শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রী কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
(নতুন কুমিল্লা/জেপি/কেএইচএ/২৮ জুলাই ২০১৮)