কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় মুক্তিযোদ্ধার সন্তানদের শিক্ষা বৃত্তি দিয়েছে ভারতীয় হাই কমিশন

কুমিল্লায় ২১২ জন মুক্তিযোদ্ধার সন্তানকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বাংলাদেশে অবস্থানরত ভারতের সহকারি হাই কমিশনার (চট্টগ্রাম) ।

শনিবার (২৮ জুলাই) বেলা ১১টায় কুমিল্লা টাউন হলে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সাংসদ ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারি হাই কমিশনার (চট্টগ্রাম) অনিন্দ ব্যানার্জী ও ২য় সহকারি শুভাশিস সিনহা এবং মিসেস অনিন্দ ব্যানার্জী।

অনুষ্ঠানে ২১২ জন মুক্তিযোদ্ধার সন্তানদের শিক্ষা বৃত্তি চেক প্রদান করা হয়েছে। এর মধ্যে ১১০ জন শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা করে, ৭৪ জন শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে এবং ২৮ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে প্রদান করা হয়।

উল্লেখ্য, ভারত সরকারের উদ্যোগে ২০০৬ সাল থেকে এ প্রকল্পটি শুরু হয়। এ বৃত্তিটি উচ্চ মাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। স্নাতক শিক্ষার্থীরা প্রতি বছর ২৪ হাজার টাকা করে ৪ বছর এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ১০ হাজার টাকা করে ২ বছর ধরে পাচ্ছে এ শিক্ষা বৃত্তি। এ প্রকল্পের অধীনে ১০ হাজার ৯৩৬ জন শিক্ষার্থী এ সুবিধা ভোগ করেছে এবং সাড়ে ১৬ কোটি টাকা এ উদ্দেশ্যে খরচ হয়েছে।

এছাড়াও ভারত সরকার মুক্তিযোদ্ধাদের কর‌্যাণে আরো ২টি গুরুত্বপূর্ণ সুবিধা দিচ্ছে। ভারতীয় মিলিটারি হাসপাতালে ১০০ জন অসুস্থ্য মুক্তিযোদ্ধাকে বিনা খরচে চিকিৎসা প্রদান করবে এবং সকল মুক্তিযোদ্ধার জন্য ৫ বছরের মাল্টিপল ভিসা দিচ্ছে।

(নতুন কুমিল্লা/জেকে/এমএইচ/২৯ জুলাই ২০১৮)

আরও পড়ুন