ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জাতীয় ক্রিকেট দল সিরিজ জয় করেছে। এই উত্তেজনায় গতকাল শনিবার সারা রাত ঘুমাতে পারিনি। সারারাত না ঘুমিয়েই সকালে একনেক সভায় এসেছি।
নয় বছর বিদেশের মাটিতে টাইগাররা সিরিজ জেতার প্রতিক্রিয়ায় একথা বলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
রোববার (২৯ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে পরিকল্পনামন্ত্রী একথা বলেন।
মাশরাফি-সাকিবের ভোটে অংশ নেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, সবাই নির্বাচন করতে পারেন। তাদেরও দেশের জন্য দায়বদ্ধতা আছে। রাজনীতির কিছু এলাকা আছে। সাকিব-মাশরাফি আইকন মানুষ। তাদের জন্য সব কিছুই সহজ। তারা সহজেই মানুষের মন জয় করতে পারেন। একজন ইচ্ছে করলেই ভোট করতে পারেন না। ভোট করতে হলে মনোয়ন নিতে হয়।
(নতুন কুমিল্লা/জেপি/এইচএম/২৯ জুলাই ২০১৮)