কুমিল্লার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ রোজিনা আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।আটক রোজিনা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বানি গ্রামের মোঃ বিল্লাল হোসেনের স্ত্রী।
বর্ডার গার্ড কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক খন্দকার গোলাম সারোয়ার নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রোজিনা আক্তারকে আটক করে।এ ঘটায় তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে রবিবার দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে।
(নতুন কুমিল্লা/এমএইচ/কেপি/২৯ জুলাই ২০১৮)