অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলবে পুষ্টি দেবে নতুন মাত্রা ‘এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে ।
রবিবার সকাল ১০ টার দিকে উপজেলা শিল্পকলাএকাডেমী মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য আলহাজ্জ মো.আমির হোসেন ভুইয়া এমপি । এ সময় আনন্দ র্যালী কৃষক-কৃষানী ও শিক্ষার্থীদের মাঝে বিনামূলে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলানায়তনে আয়োজিত আলোচনা সভায় ইউএনও খান মো. নাজমুস শোয়েব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোতাহার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়াম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, ভাইস চেয়ারম্যান হাজী মাজেদুল ইসলাম জীবন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,
পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, হোমনা রেহেনা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, কৃষক মো. নজরুল ইসলাম প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, কৃষক কৃষানী শিক্ষক শিক্ষার্থী এতে উপস্থিত ছিলেন ।
(নতুন কুমিল্লা/কেএফ/আরকে/ ২৯ জুলাই ২০১৮)