কুমিল্লা কলেজ থিয়েটার (সিসিটি) এর ১০ম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়। রবিবার (২৯ জুলাই) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম অধ্যক্ষ, কুমিল্লা সরকারি কলেজ ও প্রধান উপদেষ্টা, কুমিল্লা কলেজ থিয়েটার।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো: আনোয়ারুল হক, কুমিল্লা সরকারি কলেজ শিক্ষক পরিষদ নেতা মো: মিজানুর রহমান সম্পাদক, প্রতিষ্ঠাতা সদস্য রেহান উদ্দিন রায়হান, ছাত্র উপদেষ্টা রকিবুল ইসলাম, এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম সুজন, সহ-সভাপতি উম্মে হাবিবা শিপু, সাধারণ সম্পাদক আশিক পায়েল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত বিজয়, অর্থ সম্পাদক রবিন সহ কার্যকরি কমিটির অন্যান্য সকল সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা কলেজ থিয়েটার এর সভাপতি এ এইচ এম শফিউল্লাহ। নবীনদের ফুল দিয়ে বরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(নতুন কুমিল্লা/প্রেস বিজ্ঞপ্তি/২৯ জুলাই ২০১৮)