কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদককে শোকজ

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি অপি ও সম্পাদক রুবেল।

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

রবিবার (২৯ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার অন্তর্গত বরুড়া উপজেলা শাখার কমিটিও স্থগিত করা হয় বলে জানানো হয়।

ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, রবিবার দুপুরে বরুড়া উপজেলা শাখার কমিটি প্রকাশ করে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক। দুই ঘন্টার মাথায় তাদের দেয়া কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

অভিযোগ উঠেছে, গঠনতন্ত্র লংঘন করে বরুড়া উপজেলা শাখার নবগঠিত ওই কমিটিতে অছাত্র, বিবাহিত, সরকারি চাকুরে, মাদক ব্যবসায়ী ও বয়স নাই এমন লোকদের স্থান দেয়া হয়েছে।

জানা গেছে, ২৫ জুলাই এ কমিটির অনুমোদন দেয় কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি অপি ও সাধারণ সম্পাদক রুবেল। কিন্তু গঠনতন্ত লংঘন করায় এটি প্রকাশে বিলম্ব করে তারা। সর্বশেষ রবিবার দুপুরে প্রকাশ করলেও দুই ঘন্টার মাথায় কমিটির স্থগিতাদেশ জানিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক দু’জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

(নতুন কুমিল্লা/এফএিবি/কেএম/ ২৯ জুলাই ২০১৮)

আরও পড়ুন