কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

হোমনায় শিশুকে কুপিয়ে হত্যা, মার অবস্থা আশঙ্কা জনক

প্রতীকী ছবি

হোমনায় বাবুর (৩০) নামে এক যুবকের এলোপাথারি দায়ের কোপে চার বছরের শিশু চাঁদনি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশু চাঁনির মা শাহিদা (৩৫) ও আবুল হোসেন (৩৫) আরো দু’ব্যক্তি। তাদেরকে গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা বাস স্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে গড়ে উঠা ভাসমান বস্তিতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাবুকে গ্রেফতার করেছে। নিহত শিশুটি পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের দিনমজুর নূর মোহাম্মদের মেয়ে।

পুলিশ সূত্রে জানায়, এরা সবাই বাস স্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে এক বছরেও বেশি সময় ধরে অস্থায়ীভাবে ডেরা বানিয়ে বসবাস করছে। এরা সবাই ভাসমান। এদের কেউ কেউ দিনমজুর কিংবা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিল। রবিবার সন্ধ্যায় ওই বস্তিতে বাস করা অপ্রকৃতিস্থ বাবু অতর্কিতভাবে দা’ দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। তার দায়ের কোপে শিশু চাঁদনি ও তার মাসহ আরেক ব্যক্তি গরুতর জখম হয়।

স্থানীয়রা এদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথেই শিশুটি মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাবুকে গ্রেপ্তার করেছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী নতুন কুমিল্লাকে জানান, ঘাতক বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার সময় তার পরনে কোনো কাপড় চোপড় ছিল না। প্রাথমিকভাকে তাকে অপ্রকৃতিস্থ বলে মনে হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ কুমেক হাসপাতালে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।

(নতুন কুমিল্লা/কেএ/এইচএম/৩০ জুলাই ২০১৮)

আরও পড়ুন