কুমিল্লা
বৃহস্পতিবার,২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ‘মৃত’ চেয়ারম্যানকে মাদকের গডফাদার তালিকায় রাখায় প্রতিবাদ

সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন মরহুম আলহাজ্ব নুরুল বাহার চেয়ারম্যানের সহধর্মীনি আলহাজ্বাহ আফরোজা বেগম।ছবি: নতুন কুমিল্লা

চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তিন বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব নুরুল বাহারকে মাদকের গডফাদার আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবার। সোমবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা সদরের একটি অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যানের সহধর্মীনি আলহাজ্বাহ আফরোজা বেগম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের চাচাতো ভাই আবদুর রউপ, কবির আহমেদ, বন্ধু কাজী কামাল হোসেন, ভাতিজা আবদুল আহাদ টিপু, ভাগিনা মোঃ শাহীন, ভাগনি তাসলিমা আক্তার রুমা, আত্মীয় সাদ্দাম হোসেন।

লিখিত বক্তব্যে আলহাজ্বাহ আফরোজা বেগম বলেন, ২০১৬ সালের ২৩ আগস্ট রাতে আমার স্বামী চেয়ারম্যান আলহাজ্ব নুরুল বাহার ইন্তেকাল করেছেন। তিনি জীবিত অবস্থায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধেই ছিলেন।স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রশাসন পরিস্কারভাবে সেটা জানতো। মৃত্যুর দুই বছরে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদীত ভাবে তাকে মাদকের গডফাদার উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই বুধবার ভোরের কাগজ পত্রিকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিবেদনের সুত্র ধরে মাদকের গডফাদারদের নাম উল্লেখসহ একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব নুরুল বাহারকে কুমিল্লা জেলায় শীর্ষ মাদক গডফাদার উল্লেখ করায় সর্বমহলে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

(নতুন কুমিল্লা/জেপি/এমএসএ/৩০ জুলাই ২০১৮)

আরও পড়ুন