কুমিল্লা
শনিবার,৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

গবেষণায় বরাদ্ধ উপেক্ষিত

বিশ্ববিদ্যালয়ে ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

২০১৮-১৯ অর্থবছরের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৩৮ কোটি ১৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে গবেষণা খাতে বরাদ্ধ উপেক্ষিত রাখা হয়েছে। গবেষণা খাতে বরাদ্ধ দেয়া হয়েছে মাত্র ৫০ লক্ষ টাকা। যা মোট বাজেটের ১ দশমিক ৩ শতাংশ।

সোমবার (৩০ জুলাই) সকালে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী’র সভাপতিত্বে ৬৯তম সিন্ডিকেট সভায় এ বাজেট পেশ করেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া। ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির (এফসি) সভায় প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবিত বাজেটে মোট ৩৮ কোটি ১৭ লাখ টাকার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আসবে ৫ কোটি ৭৮ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি) থেকে আসবে ৩০ কোটি ৫০ লাখ টাকা। আর বাকি ১ কোটি ৫১ লাখ টাকা সম্ভাব্য ঘাটতি হিসেবে ধরা হয়েছে।

বাজেটে শিক্ষক ও কর্মকর্তাদের বেতন ভাতায় বরাদ্ধ হয়েছে ২৪ কোটি ৬৯ লক্ষ টাকা যা মোট বাজেটের ৬৪ দশমিক ৬৮ শতাংশ। এছাড়াও সরবরাহ ও সেবা (আনুষঙ্গিক) খাতের জন্য বরাদ্ধ রাখা হয়েছে ৮ কোটি ৫২ লাখ টাকা।

এছাড়াও শিক্ষার মানোন্নয়নের জন্য হেকেপ প্রকল্পের আওতায় আইকিউএসি খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৫ লাখ ৪৮ হাজার টাকা। মেরামত ও সংরক্ষণ ও পুনর্বাসন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ২ লাখ টাকা। সম্পদ সংগ্রহ/ক্রয় খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৫৭ লাখ টাকা।

(নতুন কুমিল্লা/জেপি/কেএম/৩০ জুলাই ২০১৮)

আরও পড়ুন