কুমিল্লায় ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ নিতে সোমবার (৩০ জুলাই) কুমিল্লায় আগমন করেন চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম।
ডিআইজি খন্দকার গোলাম ফারুক প্রথমে কুমিল্লা পুলিশ লাইন্সে নবনির্মিত “চেতনায় ৭১” এ ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর পুলিশ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদদের স্মরণে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন। এসময় তিনি সেখানে একটি গাছের চারা রোপন করেন। এসময় জেলার সকল উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(নতুন কুমিল্লা/কেপি/এএইচ/৩০ জুলাই ২০১৮)