নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে কুমিল্লা জেলা যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির এবং জেলা ছাত্রদলের সাবেক সধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে।
সোমবার (৩০ জুলাই) কুমিল্লার আদালতে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, কুমিল্লা জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমির ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার গতকাল দুপুরে কুমিল্লার আদালতে হাজির হন। এসময় তারা নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা উল্লেখ করে জামিনের আবেদন করেন।
কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে আদালত প্রাঙ্গণ থেকে তাদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
(নতুন কুমিল্লা/জেকে/এপি/৩১ জুলাই ২০১৮)