কুমিল্লা
বুধবার,৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২১ অগ্রহায়ণ, ১৪৩০ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় নিউজ টুয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় নিউজ টুয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩০ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নিউজ টুয়েন্টিফোরের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং অতীতের মতো ভবিষ্যতেও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারা বজায় রাখার আহবান জানান।

আলোচনা সভায় নিউজ টুয়েন্টিফোরের তৃতীয় বর্ষে পদর্পাণে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূইয়া, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মোঃ ওমর ফারুক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু,

দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, নগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক ও মুক্তিযুদ্ধের গবেষক আবুল কাশেম হৃদয় প্রমুখ।

নিউজ টুয়েন্টিফোরের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ূন কবির জীবনের উপস্থানায় চ্যানেলটিকে শুভকামনা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা এড. আনিসুর রহমান মিঠু, ধনুয়াখলা আদর্শ পাবলিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার, কুমিল্লা প্রেসকাবের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম রতন, সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, কবি ও সংগঠক ফখরুল হুদা হেলাল, সাংবাদিক সাদিক মামুন, সাংবাদিক বাহার রায়হান প্রমুখ।

(নতুন কুমিল্লা/জেকে/এপি/৩১ জুলাই ২০১৮)

আরও পড়ুন