আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়ার পর প্রথমবারের মতো কুমিল্লা সফরে আসছেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম। বৃহত্তর কুমিল্লার এই কৃতী সন্তান আজ মঙ্গলবার কুমিল্লায় জেলা পুলিশ আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
এছাড়াও তিনি জেলা পুলিশের সকল স্তরের সদস্যদের সাথে মতবিনিময় করবেন বলেও জানা গেছে। তাঁর আগমনকে ঘিরে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সূত্র জানায়, বাংলাদেশ পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম মঙ্গলবার কুমিল্লা জেলা পুলিশ আয়োজিত ২য় অন্তঃজেলা মাদক ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও সুধী সমাবেশে অংশগ্রহণসহ লালমাইয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ কোর্ট পুলিশ পরিদর্শক প্রফুল্ল কুমারদে ফায়ারিং রেঞ্জ ও কুমিল্লা পুলিশ লাইন্সে নবনির্মিত অস্ত্রাগার উদ্বোধন করবেন তিনি। জেলা পুলিশের সকল স্তরের পুলিশ সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ হিসেবে ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর এটাই প্রথম কুমিল্লা সফর।
(নতুন কুমিল্লা/জেকে/এপি/৩১ জুলাই ২০১৮)