কুমিল্লা
বুধবার,২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৮ চৈত্র, ১৪২৯ | ২৯ শাবান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

চান্দিনায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদ শিক্ষক-শিক্ষার্থীদের

চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে এনে আদালতে মামলা দায়ের করা হয়েছে।ওই মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্র মূলক উল্লেখ করে দ্রুত প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ জুলাই) বিকেলে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনের সামনে ওই মানববন্ধন করে তারা।

কলেজ উপাধ্যক্ষ আবু হানিফ ভূইয়া নতুন কুমিল্লাকে জানান, গত ২৯ জুলাই জনৈক বাপ্পি নামে কোন এক ছেলে বিজ্ঞ আদালতে কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভুঁইয়া, পরিচালনা পর্ষদ সদস্য জামসেদ আহমেদ জাকি সহ ৯ জনকে আসামী করে সন্ত্রাসী ও মারপিঠের অভিযোগে এনে একটি মিথ্যা মামলা দায়ের করে। ওই মামলার প্রেক্ষিতে আদালতে চান্দিনা থানাকে এফআইআর ভক্ত করার নির্দেশ প্রদান করলে কোন রকম যাচাই-বাছাই ছাড়াই ৩০ জুলাই চান্দিনা থানায় মামলাটি এফআইআর ভুক্ত করা হয়।

ওই মিথ্যা মামলার ভিত্তিত্বে আমরা কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করার লক্ষ্যে মঙ্গলবার (৩১ জুলাই) চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ এর দ্বিতীয় ক্যাম্পাসে মমতাজ আহমেদ ভবনের গেইট থেকে বের হলে পুলিশ আমাদের বাঁধা প্রদান করে। এক পর্যায়ে আমাদেরকে কলেজ ক্যাম্পাসে ঢুকিয়ে গেইট বন্ধ করে দেয় পুলিশ।

তিনি আরও জানান, আমরা পুলিশের তোপের মুখে কলেজ ক্যাম্পাসের ভিতরে গিয়ে মানববন্ধনটি শেষ করি। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়ার কাছে স্মারকলিপি প্রদান করি। আমরা এহেন মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই এবং কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় মানহানী করার অপচেষ্টা লিপ্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।

কলেজের একাধিক শিক্ষক অভিযোগ করে আরও বলেন, গত ১২ জুলাই কলেজের মামতাজ আহমেদ ভবন উদ্বোধন জন্য আগত অতিথি কর্ণেল (অব.) ড. অলি আহমেদ এর গাড়িতে আক্রমনের ঘটনায় কলেজ পরিচালনা পর্ষদ সদস্য জামশেদ আহমেদ জাকি বাদী হয়ে যে মামলার করেন এবং ২২ জুলাই কলেজের পন্ডিত শীল ভদ্র ছাত্রাবাস ভাংচুরের ঘটনায় অধ্যক্ষ মনিরুল ইসলাম এর দায়ের করা মামলায় আজকের নাটকিয় মামলার তারাই বাদী ও স্বাক্ষী!

(নতুন কুমিল্লা/জেপি/টিবি/০১ আগষ্ট ২০১৮)

আরও পড়ুন