কুমিল্লা
রবিবার,২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ৭ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মনোহরগঞ্জে এমপি তাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

মনোহরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের এমএলএসএস কমিটির পক্ষ থেকে মোঃ তাজুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মনোহরগঞ্জ উপজেলার ৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এমএলএসএস কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

গত রবিবার মনোহরগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়ের পর এমএলএসএস কমিটির পক্ষ থেকে মোঃ তাজুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। এছাড়াও মোঃ তাজুল ইসলাম এমপিকে একটি ক্রেষ্ট ও স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মইনুল ইসলাম, উপজেলা এমএলএসএস কমিটির সভাপতি কামাল হোসেন পাঠান, সহ সভাপতি মোঃ মিঠন, মোঃ হেলাল, সাধারণ সম্পাদক মোঃ শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজা মিয়া, সোহেল হোসেন, সাংগঠনিক সম্পাদক নিমাই দেবনাথ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ আরো অনেকে।

(নতুন কুমিল্লা/জেপি/এএইচ/০১ আগষ্ট ২০১৮)

আরও পড়ুন