কুমিল্লার চৌদ্দগ্রামের এম কে হোসাইন (রনি) সৌদি আরব মক্কা মহানগর শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩১ জুলাই) সৌদি আরব শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২০ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
এক বছর মেয়াদি ওই কমিটিতে মক্কা শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন কুমিল্লা ভিক্টোরিয়ার কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম কে হোসাইন (রনি)।সাধারণ সম্পাদক কাশেম আলী (সাগর) এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল নির্বাচিত হয়েছেন।
সভাপতি নির্বাচিত হয়ে এম কে হোসাইন (রনি) নতুন কুমিল্লাকে বলেন, দীর্ঘ সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের রাজনীতি করেছি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।অংশিদার হবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার এবং ঢেলে সাজাবো মক্কা মহানগর শাখা ছাত্রলীগকে।এ প্রত্যাশায় তিনি মক্কা মহানগরীতে বসবাস কারী বাংলাদেশী নগরীকদের সহযোগীতা কামনা করেছেন।
(নতুন কুমিল্লা/জেপি/এমকেএইচ/০২ আগস্ট ২০১৮)