কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা নগরীতে ছুরিকাঘাত করে ২ যুবককে খুন; আটক এক

প্রতীকী ছবি

কুমিল্লা নগরীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাত করে দুই যুবককে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) ভোরে নগরীর কেন্দ্রীয় ঈদগা মাঠের পেছেনে এবং ডুমুরিয়া চাঁনপুর এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, ভোরে নগরীর কেন্দ্রীয় ঈদগাহর পেছনে সিএনজি স্ট্যান্ডের পশ্চিম পাশে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার চিৎকারে টহলরত পুলিশ এগিয়ে গিয়ে ধাওয়া করে হৃদয় নামে এক যুবককে আটক করে। গুরুতর আহত বিল্লালকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিল্লাল হোসেন (৩০) মহানগরীর জামতলা এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে।

নিহতের স্ত্রী হামিদা আক্তার নতুন কুমিল্লাকে জানান, তার স্বামী আগে স্বর্ণ কারিগর হিসেবে কাজ করলেও বেশ কিছু দিন ধরে তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

এবিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাওন দাস নতুন কুমিল্লাকে জানান, আটক হৃদয় ছিনতাইকারী। তিনি নগরের কাপ্তানবাজার এলাকার মেহেদী হাসানের ছেলে। নিহত বিল্লাল হোসেনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

অপরদিকে নগরীর চাঁনপুর কেরানীবাড়ির পাশে পুরাতন গোমতী নদীর পাড় থেকে আলী আশরাফ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কোতয়ালি মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত আলী আশরাফ (২৮) মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মৃত হুজুরা মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। পরিবারের সঙ্গে নগরীর কালিয়াজুড়ি এলাকায় ভাড়া থাকতেন বলে নতুন কুমিল্লাকে নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন।

স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সেখানে মরদেহ ফেলে যায়। ভোরে স্থানীয় লোকজন হাঁটতে বের হলে রক্তাক্ত যুবকের মরদেহ দেখতে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতল মর্গে প্রেরণ করেন।

কোতয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই মুক্তা নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

(নতুন কুমিল্লা/জেপি/এইচএম/০২ আগস্ট ২০১৮)

আরও পড়ুন