ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে কুমিল্লায় এবং কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনকে ময়মনসিংহে বদলি করা হয়েছে। বুধবার (১আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বদলির কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদকে বদলি করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপিতে আনা হয়েছে।গাজীপুরের পুলিশ সুপার করা হয়েছে শামসুন্নাহারকে। তিনি চাঁদপুর পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন।এছাড়া পাবনার পুলিশ সুপার জিহাদুল কবিরকে চাঁদপুরে, পুলিশ সদর দপ্তরের এআইজি শেখ রফিকুল ইসলামকে পাবনায়, চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার সৈয়দ আবু সায়েমকে দিনাজপুরে,
দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুর রহমানকে চট্টগ্রাম মহানগরে, যশোরের পুলিশ সুপার মো. আনিসুর রহমানকে নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হককে যশোরে, বরগুনার পুলিশ সুপার বিজয় বসাককে চট্টগ্রাম মহানগরে এবং চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মারুফ হোসেনকে বরগুনায় বদলি করা হয়েছে।
(নতুন কুমিল্লা/এইচএম/০২ আগস্ট ২০১৮)