কুমিল্লা নগরীর ঐতিহাসিক ধর্মসাগরে পানিতে ডুবে জেলা স্কুলের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) বিকেলে ৩টার দিকে বন্ধুরা মিলে বৃষ্টির পানিতে ভিজে ধর্মসাগরে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- নগীরর তালপুকুর পাড় এলাকার বাসিন্দা সিহাব (১৫) ও ফাহিম (১৪)। এরা দু’জন কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্রছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দলবেধে বন্ধুরা মিলে বৃষ্টির পানিতে ভিজে ঐতিহাসিক ধর্মসাগরে গোসল করতে যায় সিহাব ও ফাহিমরা। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়।এ সময় স্থানীয়দের সহায়তায় বন্ধুরা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
(নতুন কুমিল্লা/জেপি/এমএইচ/২ আগস্ট ২০১৮)