নাঙ্গলকোটে বিশেষ অভিযান চালিয়ে ছয় জুয়াড়ীকে আটক করা হয়েছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌকরা ইউপির নান্দেশ্বর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মৌকরা ইউনিয়নের হানগড়া গ্রামের মো: কাউছার, বায়রা গ্রামের জাফর আহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন, একই গ্রামের আলী আহাম্মদের ছেলে ইয়াছিন, নান্দেশ্বর গ্রামের মৃত. আব্দুল মালেকের ছেলে মহিন, দুপুরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে কামাল ও শিয়ালী পাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে জাহাঙ্গীর আলম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নাঙ্গলকোট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ জুয়াড়ীকে আটক করা হয়।বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
(নতুন কুমিল্লা/জেএফ/এমডিএম/০২ আগস্ট ২০১৮)