চৌদ্দগ্রাম নজমিয়া ফাযিল মাদরাসায় ইবতেদায়ী পঞ্চম, জেডিসি, দাখিল ও আলিম পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বাল্য বিবাহ, জঙ্গিবাদ, মাদক ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানানো হয়।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, আ’লীগ নেতা ইদ্রিস মিয়াজী, চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, অভিভাবক ডাঃ আবদুল জলিল, কাজী নুরুল আমিন, শিক্ষক মাওলানা সাহাব উদ্দিন। এ সময় মাদরাসার ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(নতুন কুমিল্লা/এসকে/এমএসএ/০২ আগস্ট ২০১৮)