নাঙ্গলকোটে ফসলি জমি থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার সময় দু’টি ড্রেজার মেশিন জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্টেটের দায়িত্বে থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আক্তারুজ্জামান। বৃহস্পতিবার (২আগস্ট) উপজেলা আদ্রা ইউনিয়নের আদ্রা গ্রামে এ ভ্রাম্যামান আদালত পরিচালিত হয়।
ভূমি অফিস সূত্র জানায়, গত কয়েক দিন থেকে আদ্রা ইউনিয়নের ভোলাইন বাজার সংলগ্ন ফসলি জমিদু’টি ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করতেছে ওই এলাকার নুরুল আমিন ও মামুন নামের ব্যক্তি। গত বুধবার সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে দু’টি ড্রেজার মেশিন জব্দ করে নিয়ে আসে। এ ঘটনায় নুরুল আমিন ও মামুন পালিয়ে যায়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আক্তারুজ্জামান নতুন কুমিল্লাকে জানান, নাঙ্গলকোট উপজেলার যেখানে ড্রেজার মেশিন চলবে সেখানে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহৃত থাকবে।
(নতুন কুমিল্লা/জেপি/এমডিএম/০২ আগস্ট ২০১৮)