কুমিল্লা
শুক্রবার,২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৭ আশ্বিন, ১৪৩০ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

তোপের মুখে পোস্ট ডিলিট করে সাকিব, ‘আমাকে ভুল বুঝবেন না’

সাকিব আল হাসান। ফাইল ছবি

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আগের দিন ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানান। তবে তার সেই মন্তব্য নেতিবাচকভাবে নিয়েছেন অনেকে।

যে কারণে সমালোচনার মুখে পড়েন সাকিব। পরে নিজের করা পোস্টটি ডিলিট করে নতুন আরেকটি বার্তা পোস্ট করেছেন সাকিব। যেখানে বিশ্বসেরা অলরাউন্ডার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার পাশাপাশি তাকে ভুল না বোঝার অনুরোধ জানিয়েছেন।

নতুন করা ফেসবুক পোস্টে সাকিব মূলত একটি ভিডিও বার্তা প্রেরণ করেন। বাংলা ও ইংরেজীতে যার ক্যাপশনে লেখা। সাকিব ক্যাপশনে লিখেছেন, ‘আমার সকল ভক্তদের জানাচ্ছি যে আপনারা হয়তো আমার ব্যক্ত করা কথায় আমাকে ভুল বুঝছেন। দয়া করে আমাকে ভুল বুঝবেন না।

আমারও আপনাদের সবার মতো পরিবার আছে, যাদের নিরাপত্তা আমার কাছেও অনেক বেশি মূল্যবান। আমি আপনাদেরই একজন, আমি সব সময় আপনাদের সাথে ছিলাম, আছি এবং কথা দিচ্ছি ভবিষ্যতেও থাকব। আমি শুধু বলতে চাই যে আপনাদের আন্দোলনকে একটি সঠিক ফলাফলে পৌঁছে দেয়ার জন্যে আমাদের সরকার কে সুযোগ দেয়া উচিত। যেন সরকার খুব দ্রুত আপনাদের দাবি বাস্তবায়ন করতে পারে।’

আর ভিতিও বার্তায় সাকিব বলেন, ‘আমি প্রথমেই বাংলাদেশের সকল ছাত্রদের ধন্যবাদ জানাতে চাই তাদের এই যুগান্তকারী আন্দোলনের জন্য। আমি তোমাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। তোমাদের আবারো ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি এটাও বলতে চাই, এটা শুধু বাংলাদেশের ছাত্রদের দাবি হওয়ার উচিত না। এটা বাংলাদেশের সকল মানুষের দাবি হওয়া উচিত।’

‘কারণ প্রতি বছর সড়ক দূর্ঘটনা অনেক হচ্ছে এবং অনেক প্রাণ ছড়ে যাচ্ছে। যা আমাদের কারো কাম্য নয়। আমার বাচ্চা আছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের অনেকেরই হয়তো বাচ্চা আছে, পরিবার আছে। আমরা সবাই চাই, আমাদের বাচ্চারা নিরাপদে রাস্তায় চলাফেরা করুক। সেই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের সকল মানুষের দাবি হওয়ার উচিত। একারণে সকল ছাত্রদের ধন্যবাদ দিতে চাই যে তোমরা আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছ।’

‘মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছেন। তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এবং করছেন। যা হয়তো বাস্তবায়ন হতে একটু সময় লাগবে। আমাদের উচিত হবে সকল শিক্ষার্থীদের এটা এখন বোঝানো যে তাদের ক্লাসে ফিরে যেতে। ঠিকমতো পড়াশোনায় আবার মনোনিবেশ করতে। এই দাবি যদি পূরণ না হয় এবং ভবিষ্যতে যদি আমাদের এই আন্দোলন আবার করতে হয় তোমরা আমাকে তোমাদের পাশে সব সময় পাশে পাবে, এই প্রতিজ্ঞা আমি তোমাদেরকে করছি।’

প্রসঙ্গত, গত রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ১০/১৫ জন শিক্ষার্থী। এরপরই নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা।

আরও পড়ুন