কুমিল্লা
শুক্রবার,৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চান্দিনায় ট্রাক চাপায় নিহত স্কুল ছাত্রী আকলিমার বিচারের দাবী:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় শিক্ষার্থীদের অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রী আকলিমা নিহতের ঘটনায় বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুর থেকে চান্দিনার মাধাইয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়।

শনিবার (৪ আগষ্ট) দুপুরে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের চান্দিনা ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী এলাকা গোমতা এলাকায় ওই অবরোধ করে তারা। প্রায় দুই ঘন্টা অবরোধ চলার পর প্রশাসনের সামনে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের নানা দাবী জানালে তাদের দাবী বাস্তবায়নের প্রতিশ্রুতি জানানোর পর অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় এক ঘন্টারও বেশি সময় শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মরিয়ম মিতু, অতিরিক্ত পুলিশ সুপুর (কুমিল্লা উত্তর) শাখাওয়াত হোসেন, সহকারি পুলিশ সুপুর (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার জ্যোতির্ময় সাহা, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামছুল ইসলাম, মুরাদনগর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মঞ্জুরুল ইসলাম জেলা ও হাইওয়ে পুলিশের প্রায় শতাধিক সদস্য। এদিকে মহাসড়কে অবরোধ থাকায় ভোগান্তিতে পড়ে মহাসড়কে চলাচলরত গাড়ি চালক ও যাত্রীরা।

স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, আন্দোলনরত সবাই স্কুলের শিক্ষার্থী না। ছাত্র শিবিরের লোকজন ছদ্মবেশে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে আন্দোলন বেগবান করছে।

এব্যাপারে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন নতুন কুমিল্লাকে জানান, আন্দোলনরতদের মধ্যে অনেকেই গোমতা ইসহাকিয়া বিদ্যালয়ের শিক্ষার্থী নয়। এখানে বহিরাগতরাও রয়েছে। তবে কোন দুস্কৃতিকারী যদি রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলনে থাকে তাদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দাবী গুলোর মধ্যে যৌক্তিক দাবীগুলো আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো।

এদিকে, ঘটনার পর বেলা দেড়টায় ঘটনাস্থল পরিদর্শন ও বিদ্যালয় পরিদর্শনে এসে শিক্ষার্থীদের শান্তনা দেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান মো. রুহুল আমিন ভূইয়া।

চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে শিক্ষার্থীরা প্রসঙ্গত, গত ৩১ জুলাই (মঙ্গলবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা গোমতা এলাকায় ট্রাক চাপায় স্কুল ছাত্রী আকলিমা আক্তার (১৬) নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী।

নিহত আকলিমা মুরাদনগর উপজেলাধীন বাবুটিপাড়া গ্রামের কৃষক আবদি মিয়ার মেয়ে। সে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গোমতা এলাকার গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

(নতুন কুমিল্লা/কেপি/টিবি/৪ আগস্ট ২০১৮)

আরও পড়ুন