কুমিল্লা
শুক্রবার,১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নগর উদ্যানে নিহত কলেজ ছাত্রের পরিবারের পাশে মেয়র সাক্কু

নিহত কলেজ ছাত্র রায়হানের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। ছবি: নতুন কুমিল্লা

কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ের ‘ম্যাজিক বোট’ রাইডে চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত কলেজ ছাত্র রায়হান( ২২) এর বাসায় গিয়েছেন কুসিক মেয়র মনিরুল হক সাক্কু।

বৃহস্পতিবার (৩০ আগষ্ট) দুপুরে নিহত রায়হানের নগরীর ছোটরা এলাকায় যান মেয়র সাক্কু।

নিহতের বাড়িতে গিয়ে নিহতের পরিবারকে সান্তনা দিয়ে তাদের পাশে থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন মেয়র সাক্কু। মেয়র সাক্কু নিহতের পরিবারকে জানান, মামলা হয়েছে। এটা আইনি পক্রিয়া চলবে। আপনারা চাইলে তাদের ক্ষমা করতে পারেন। নতুবা আইনি পক্রিয়াই তাদের বিচার হবে।

আর আপনাদের ছেলের মৃত্যুতে আমরা শোকাহত। ছেলেকে তো ফেরত পাওয়া যাবে না। তবে আপনাদের পরিবারের জন্য কি করলে ভাল হবে, কেমন সহযোগিতা চান আপনারা পারিবারিকভাবে আলোচনা করে আমাকে জানান। আমি সর্বোচ্চ সহযোগিতা করবো। আপনাদের পাশে থাকবো।

মেয়র মনিরুল হক সাক্কু নতুন কুমিল্লাকে জানান, নিহতের পরিবারের সাথে দেখা করেছি। তাদেরকে সকল সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। তিনি আরও জানান, কুমিল্লাবাসির বিনোদনের জন্য আমরা রাইড স্থাপন করেছিলাম। অনাকাংখিত দুঘর্টনায় একজনের প্রাণ গেছে। আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। ভবিষ্যতে সকলের সর্বসম্মতি সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমরা এ রাইড আর চালু করবো না।

এ সময় কুসিক কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, কাউন্সিলর মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২৫ আগষ্ট রাত ৮ টায় নগর উদ্যানে ‘ম্যাজিক বোট’ রাইডে চড়তে গিয়ে লাইমাই ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রায়হান( ২২) নিহত হন। নিহত রায়হান নগরীর ছোটরা এলাকার বাবুল মিয়ার ছেলে।

(নতুন কুমিল্লা/জেপি/এমকে/৩০ আগস্ট ২০১৮)

আরও পড়ুন…

কুমিল্লা নগর উদ্যানে কলেজ ছাত্র নিহতের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি

আরও পড়ুন